স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে সময় ছিল পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য এবং বাংলাদেশ, সেখান থেকে বাংলাদেশ তৈরি হয়েছিল, কিন্তু বৈষম্যের অবসান হয়নি, দিনে দিনে বৈষম্য বেড়েছে যার কারণেই ২৪ এর এই আন্দোলন।
তিনি আরো বলেন, আমরা একটি বৈষম্যহীন দেশ চাই। যেখানে সকলের অধিকার প্রতিষ্ঠিত হব। রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে।রাষ্ট্রপতি ইছা করলেই কোন দুর্বৃত্তকে ক্ষমা করতে পারবেন না।
এজন্য ভিকটিমের অনুৃতি নিতে হবে।এজন্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আজ বিকালে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হ্যাঁ ভোটের প্রচারনা ও ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান,নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব,সেনাবাহিনীর কমান্ডিং অফিসার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।