জুলাই
গণ-অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত
আব্দুল্লাহর ওপর
সশস্ত্র হামলার
ঘটনা
ঘটেছে।
শুক্রবার (১৬
জানুয়ারি) রাতে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায়
এ
ঘটনা
ঘটে।
স্থানীয় সূত্রে
জানা
যায়,
১৫
থেকে
২০
জনের
একটি
সংঘবদ্ধ দল
লাঠি
ও
চাকু
নিয়ে
তাদের
ওপর
অতর্কিত হামলা
চালায়।
হামলাটি ঘটে চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রল পাম্পের সামনের সড়কে।এতে মাঈনউদ্দীন নামে আরো এক যুবক আহত হন বলে জানা গেছে। এ
ঘটনায়
অতিদ্রুত আইনি
ব্যবস্থা গ্রহণ
করা
হবে
বলে
জানিয়েছেন হাসনাত
আব্দুল্লাহ ও
মইনউদ্দীন এর ঘনিষ্ঠরা।
চট্টগ্রাম-১৪
আসনের
এলডিপি
প্রার্থী অধ্যাপক ওমর
ফারুক
বলেন,
‘আমি
স্পষ্টভাবে মনে
করি,
জুলাইযোদ্ধাদের জন্য
এখন
বাড়তি
নিরাপত্তা নিশ্চিত করা
রাষ্ট্রের দায়িত্ব। যারা
গণতন্ত্রের পক্ষে
দাঁড়িয়েছে, তাদের
নিরাপত্তা বিঘ্নিত হলে
নির্বাচন ও
রাজনৈতিক পরিবেশ
কখনোই
স্বাভাবিক থাকতে
পারে
না।