× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক র‌্যাবের হাতে গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৪৬ পিএম

ছবি: সংগৃহিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় সংঘটিত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি বিশেষ দল নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমানউল্যাপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর মাগুরী গ্রামের নুর মিয়া নুরুল আমীনের ছেলে। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি অস্ত্র মামলা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ফারুক হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.