আগামী নির্বাচন যদি গণভোটের পক্ষে আসে তবে তাহলে যে সুযোগ-সুবিধা ও অধিকার কথা বলা হয়েছে সেগুলো সব পাবে আর না যুক্ত হয় তাহলে আবার সেই বাংলাদেশ আগের দুর্যোগ দিনে ফিরে যেতে হবে। নির্যাতন নিপীড়ন চলবে,খুন গুম, হত্যা বিচার বহির্ভূত হবে' আদালতে বিচার বলতে কোন কিছুই থাকবে না। আর তাই গণভোটের জুলাই সনদের পক্ষে 'হা' দিন। এর ফলে বাংলাদেশ পরিবর্তন আসবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট অডিটোরিয়াম হলে ও চড়ুই পাড়া এলাকায় নির্বাচনের গণভোট প্রচারে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুল রহমান খান। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে গণভোটে ভোটের গাড়ি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
উপদেষ্টা বলেন, জনগণের ভোটের উপর নির্ভর করছে আগামী বির্নিমানে নতুন বাংলাদেশ। এই ভোটের মাধ্যমে যাতে অত্যাচারে ফিরে না গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ দিকে এগিয়ে যায় সেদিকে লক্ষ্যে রাখতে হবে। এজন্য এবার জাতীয় নির্বাচনে দুটি ভোট হবে। গণভোট ও নির্বাচনের ভোট। এই গণভোটের যদি পক্ষে থাকে তাহলে বাংলাদেশ মুক্ত থাকবে। ভবিষ্যতেও কখনক বিদেশী আধিপত্য বিস্তার করতে পারবে না। তাই আগামী নির্বাচনে তরুণ থেকে শুরু করে সকল বয়সের মানুষের গণভোটের পক্ষ থাকবে বলে এই প্রত্যাশা করছি।
সবশেষে জেলা শহরে পানি স্যানিটেশন প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পানি সরবরাহ, ট্রি প্লান্ট স্থাপন ও পানি সংকটে নিরসনের আলোচনা হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগে সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।