× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় ট্রাকচাপায় এক প্রধান শিক্ষক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

ময়মনসিংহের ভালুকায় মাছভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডষ্টোর-বাটাজোর সড়কের পাড়াগাঁও মেম্বারবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা গ্রামের খানপাড়ার বাসিন্দা। তিনি আলীম উদ্দিনের ছেলে এবং পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রশিক্ষণ শেষে আবু বকর সিদ্দিক ভালুকা সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পাড়াগাঁও এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম গুরুতর আহত হন।


আহত আজহারুল ইসলামকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা আবু বকর সিদ্দিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.