× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে ব্যান্ডপার্টি বাজিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে শিক্ষকের রাজকীয় বিদায়

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি,

১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯ পিএম

ঢাকার দোহার উপজেলায় ব্যান্ডপার্টি বাজিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে রাজকীয় ভাবে শিক্ষকের বিদায় দিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যেবাহী মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসেনকে উক্ত কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেন। ঘোড়ার গাড়িতে উঠিয়ে বাজনা বাজিয়ে শিক্ষার্থীরা কলেজ মাঠে ঘুরিয়ে মেঘুলা বাজার পদক্ষিণ করে পরে শিক্ষককে বিদায়কে দেন শিক্ষার্থীরা। অনেকে বিদায়ী মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। 

প্রধান অতিথি মাঈদুল ইসলাম বলেন, এধরনের আয়োজন শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে শেখায়। শিক্ষকরা আমাদের আদর্শ। আমাদের সময় শিক্ষকদের আমরা পায়ে ধরে সালাম জানাতাম। আমি এখনকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো- শিক্ষকদের প্রতি যে মর্যাদা, সম্মান তা আমাদের অবশ্যই পালন করা উচিত।

বিদায়ী শিক্ষক মোশারফ হোসেন বলেন, আমার ৩৪ বছর শিক্ষকতায় আমি এই মুহূর্তে এখানে দাড়িঁয়ে যাদের কথা মনে পড়েছে আমি এখনো বেঁচে আছি আসলে বেঁচে থাকাটাই হল আশ্চর্য। আমার সহযোদ্ধারা যারা ছিলেন অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। 

তিনি আবেগ আপ্লুত হয়ে আরও বলেন, আমার বিগত দিনের শিক্ষকতায় আসলে আমি বলব শাসনের নামে আমি অত্যাচার করেছি তোমাদের উপর তোমরা মনে রাখবে না এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে। আমি শিক্ষকতা করতে গিয়ে অনেক সময় আমার শিক্ষার্থীদের ভালোর জন্য শাসন করেছি, শাসনের মাধ্যমে যতটুকু সফলতা করতে পেরেছি সব টুকু আমার শিক্ষার্থীদের আর যতটুকু ব্যার্থতা আমার। 

মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রকিব ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এম এ আব্দুল ওহাব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.