× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ

আবু সায়েম শান্ত, গাইবান্ধা

১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু ও জামায়াতের প্রার্থী আব্দুল করিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. লিমন হোসেন। এর আগে ১১ জানুয়ারি আব্দুল করিম এবং ১২ জানুয়ারি আনিসুজ্জামান খান বাবুকে এ নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে আগামী ১৮ জানুয়ারি বেলা ১১টায় আব্দুল করিমকে এবং ১৯ জানুয়ারি আনিসুজ্জামান খান বাবুকে একই সময়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়- সিভিল জজ আদালত, সাঘাটা, গাইবান্ধা (জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২য় তলা)’য় স্বশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শাতে বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. লিমন হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশে জানানো হয়, জামায়াতের প্রার্থী আব্দুল করিমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি পেজ পর্যালোচনা করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। এতে দেখা যায়, তিনি ও তার সমর্থকেরা নিয়মিতভাবে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা, গণসংযোগ এবং স্থানীয় জনগণের সংঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও তফসিল ঘোষণার পরবর্তী বিভিন্ন তারিখের একাধিক ফেসবুক পোস্টে দলীয় প্রতীকে ভোট চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ১৮, ২৭, ২৮, ৩০ ও তৎ পঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।


অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুকে পাঠানো নোটিশে জানানো হয়, গেল ১১ জানুয়ারি জেলা নিবার্চন অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপে দুইটি ভিডিও ক্লিপ প্রেরণ করেন। এই ভিডিও ক্লিপ দুটি পর্যালোচনায় দেখা যায় যে, একটি হাইস গাড়ির সামনে এবং পিছনে প্রার্থীর নাম ও ছবিসহ বিএনপির নিবার্চনী প্রতীকের কিছু হ্যান্ডবিল সাঁটানো; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ০৭, ১৮, ২৭, ২৮, ৩০ ও তৎপঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।


 



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.