× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় জোড়া খুনের মামলায় জামায়াত নেতাকে ‘অন্যায্য’ আসামি করার অভিযোগ পরিবারের

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের বিওসি মাঠ গুদাম এলাকায় গত ২৭ ডিসেম্বর সংঘটিত জোড়া খুনের মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নির্দোষ ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে।


বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার ১৪ নম্বর আসামি ও স্থানীয় জামায়াত নেতা অহিদ আলীর বড় ভাই মকবুল আলী।


সংবাদ সম্মেলনে পরিবারের দাবি লিখিত বক্তব্যে মকবুল আলী বলেন, ২৭ ডিসেম্বর বিকেলে যখন খুনের ঘটনাটি ঘটে, তখন তার ছোট ভাই অহিদ আলী ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মুছেগুল গ্রামে ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের সঙ্গে একটি সালিশ বৈঠকে ছিলেন। বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত চলা ওই বৈঠকে ওয়ার্ড বিএনপি নেতা ইসলাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমনকি মাগরিবের নামাজ শেষে তিনি বাইতুন নুর জামে মসজিদে শিক্ষক কয়েছ আহমদ, মুয়াজ্জিন মেহরাজ মীম ও শ্রমিক নেতা আবু তাহেরসহ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিবারের দাবি, ঘটনার সময়কার অবস্থান এবং মোবাইল নেটওয়ার্ক লোকেশন চেক করলেই অহিদ আলীর নির্দোষ হওয়ার অকাট্য প্রমাণ মিলবে।


রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, প্রশাসনের পক্ষ থেকেই এই হত্যাকাণ্ডকে জমিজমা সংক্রান্ত বিরোধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অথচ ঘটনাস্থলে বা আশেপাশে অহিদ আলীর পরিবারের কোনো জমি নেই। ঘটনার পরপর নিহতের স্বজনরা বিভিন্ন ফেসবুক চ্যানেলে খুনের বর্ণনা দিলেও সেখানে অহিদ আলীর নাম ছিল না। কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সামাজিক মানহানি ঘটাতে কোনো প্রকার তদন্ত ছাড়াই তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।


উপস্থিত ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন অহিদ আলীর স্ত্রী পিয়ারা বেগম, বড় বোন আখলিবুন নেছা। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আলীম উদ্দিন, আখবর আলী, মো. বাচ্চু মিয়া, শামিম আহমদ, আব্দুস শহিদ, ফেরদৌস আহমদ, খোকন আহমদ, হামিদ আলী, বেলাল আহমদ, জাবের আহমদ বাদশা প্রমুখ।


পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত খুনিদের বিচার দাবি করা হয় এবং একই সাথে তদন্তের মাধ্যমে নিরপরাধ অহিদ আলীকে মামলা থেকে অনতিবিলম্বে অব্যাহতির জোর দাবি জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.