× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোণা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নে পাড়াদুর্গাপুর গ্রামের ৬টি কাঁচা রাস্তা উদ্বোধন

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোণা জেলা প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের পাড়া দুর্গাপুর গ্রামের উদ্যোগে ৬ টি কাঁচা রাস্তা করনের উদ্যোগ নেওয়া হয়েছে । ১৪ জানুয়ারি বুধবার সকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাড়া দুর্গাপুর গ্রামের উদ্যোগে নিজেদের অর্থায়নে বেশ ৬টি কাঁচারাস্তা ভেকু দিয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়ে উদ্যোক্তা আবুল কালাম আল আজাদ এর নেতৃত্বে উদ্বোধন হয়।

উদ্বোধন করেন- ৫ বছরের (শিশু বাচ্চা) মাহফুজুল হাসান সানি সংগীয় ছিলেন- জন স্বাস্থ্য প্রকৌশলী ও বলাইশিমুল ইউনিয়ন পরিষদ প্রশাসক শাহাদাৎ হোসেন।


 কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম পাড়াদুর্গাপুর। ৯শতাধিক মানুষের বসবাস এই গ্রামটিতে শিক্ষা ও চাকুরিজীবীর সংখ্যাও কম নয়। এছাড়াও আশপাশের ৭/৮টি গ্রামের মানুষের চলাচলে জমে উঠে সকাল বাজার। কিন্তু এই গ্রামে যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক। বর্ষাকালে এ বাড়ি ও বাড়ি যাতায়াত করাই কষ্টকর হয়ে পড়ে। গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে গত ১২ জানুয়ারী গ্রামের মানুষ বৈঠক করে সিদ্ধান্ত নেন পাড়াদুর্গাপুর গ্রামের মসজিদ থেকে বলাইশিমুল গ্রাম পর্যন্তসহ গ্রামের ছোট বড় ৬টি রাস্তার ৩ কি:মি ভেকু দিয়ে মাটি কেটে পুরাতন ছোট রাস্তাগুলোকে বৃদ্ধি করে অটোরিক্সা চরাচলের উপযোগী করণ কার্যক্রম শুরু করবেন। এতে গ্রামবাসীর ৫/৬ লাখ টাকা ব্যায় হবে বলে তারা ধারণা করেন। গ্রামটি বলাইশিমুল ইউনিয়নের শেষ ৪নং ওয়ার্ড। আশুজিয়া ইউনিয়নেরও শেষ। শিক্ষাগত যোগ্যতায় ৮০%. এই গ্রামটিতে অর্ধ শতাধিক মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করে দেশের মানুষের কল্যানে কাজ করেন।এছাড়াও বৈদেশিক কর্মসংস্থানের জন্য শতাধিক মানুষ বিদেশে পাড়ি জমিয়েছেন। এই গ্রামটিতে ৩টি হেফজা (পুরুষ) ও ১টি মহিলা মাদ্রাসা, ৩টি মসজিদ ও ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রাস্তা ঘাটের দিক দিয়ে কেন্দুয়া উপজেলার সর্ব নিন্ম, ১টিও পাকা রাস্তা নেই। পানি নিষ্কাসনের জন্য ১টি খলখলিয়া খাল এখন শুধু দৃশ্যমান। 

পাড়া দুর্গাপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুস সোবহান বলেন- এই গ্রামের সাধারণ মানুষ অবহেলিত অবস্থায় আছে, রাস্তা ঘাটের জন্য চলাচল করতে পারছেন না। তাই প্রশাসকের উধ্যতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। 

আবুল কালাম আল আজাদ বলেন- আমি এই গ্রামের সন্তান, এই গ্রামটি উপজেলার মধ্যে অবহেলিত একটি অঞ্চল, শিক্ষা ও চাকরির দিক দিয়ে এগিয়ে থাকলেও রাস্তা ঘাটের অবস্থা নাজেহাল। এটি বলাইশিমুল ইউনিয়নের শেষ সিমানা হলেও রাস্তা ঘাটে সরকারিভাবে কোন বরাদ্দ নেই। এই গ্রামটিতে একটি কোন ভালো রাস্তা নেই। সংগ্রামের আগে কিছু কাঁচা রাস্তা হলেও এখন সাইকেলে চলাচল করা দুরুহ। ১৯৭১ পর গ্রামের লোকজনের অর্থায়নে কিছু কাঁচা রাস্তা হলেও এখন আইলের মতো সুরু হয়ে চলাচল বন্ধ প্রায়। গতকাল গ্রামের সাধারণ মানুষ সহ সকল ধরনের সামাজিক ব্যক্তিরা বসে একত্রিত হয়ে গ্রামেের অর্থায়নে নতুন রাস্তা নির্মাণ করা সিদ্ধান্ত হয়। 

আমি উদ্যোক্তা হয়ে আজ রাস্তাগুলো করবার চেষ্টা করছি। আমি গ্রামবাসীর পক্ষে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা আমাদের গ্রামের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ শাহাদত হোসেন বলেন- আজ বলাইশিমুল ইউনিয়নের শেষ পাড়াদূর্গাপুর গ্রামে এসে তাদের উদ্যোগকে আমি সাদুবাদ জানাই। এই গ্রামটি একটি প্রত্যন্ত অঞ্চল। আমি এই ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছি। এই অর্থ বছরে যদি কোন সরকারি বরাদ্দ আসে তাহলে এই রাস্তার উপরে যে কয়টি ইউড্রেন/ কালভার্ট আছে, এই  কয়েকটি ইউড্রেন/ কালভার্টের ব্যবস্হা দ্রুত করে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাছাড়া এই গ্রামের লোকজনের সাথে কথা বলে জেনেছি, সবাই অবহেলিত হয়েও গ্রামের সাধারণ মানুষ সহ সকল মানুষ সবাই ভালো মনের। যারা বিগত দিনে এই ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিল, তাঁরা কেউ কোন ধরনের কাজ করেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.