× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্ত সুরক্ষা জোরদারে হাতীবান্ধায় নতুন বিওপি'র উদ্বোধন

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধিঃ

১৪ জানুয়ারি ২০২৬, ১৭:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন এর অধিনে পূর্ব-সারডুবী নতুন বিওপি'র শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি'র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এসময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম, ও লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম। 

এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিনরাত সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তি দূরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপিটি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন বিষয়ে সতর্কবস্থায় থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ফলজ বৃক্ষ রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.