চরফ্যাশনে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়ছে, বিশেষ করে পৌরসভায় এর পরিমান বেশি। এ নিয়ে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেশের সুউচ্চ ওয়াচ টাওয়ার, পরিবেশ বান্ধব বিশাল দৃষ্টিনন্দন মসজিদ, মিনি সুন্দরবন খ্যাত কুকরী মুকরী,দৃষ্টি নন্দন ফ্যাশন স্কয়ার সহ অসংখ্য স্থাপনা দেখতে প্রতিদিন শত শত পর্যটক চরফ্যাশনে আগমন করেন । এই পর্যটন এলাকায় এত এত বেওয়ারিশ কুকুরের উপদ্রব এখন অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।
উপজেলার অন্যান্য স্থানেও কুকুরের উপদ্রব বিদ্যমান। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে কুকুরে কামড়ের শিকার প্রায় অর্ধশত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সোমবার (১২ জানুয়ারি) একদিনে চিকিৎসা নিয়েছেন ৮ জন এদের মধ্যে দুই বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধও রয়েছেন। হাসপাতালের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যারা কুকুরের কামড়ের শিকার হচ্ছেন তাদের বেশিরভাগ নারী, শিশু ও বৃদ্ধ। হাসপাতালে রোগী দেখতে আসা রবিন হাওলাদার বলেন, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আশেপাশে বাচ্চাসহ অনেক বেওয়ারিশ কুকুর ঘুরতে দেখি।
দুদিন আগে সকাল সাড়ে ৭ টার দিকে চিকিৎসা নিতে আসা একজন দিনমজুর বৃদ্ধকে বেওয়ারিশ মা কুকুর কামড় দিয়েছে। মা কুকুর গুলো বেশি আক্রমণাত্মক থাকে। যে পরিমান কুকুর দেখি হাসপাতালে আসতেই ভয় লাগে। কুকুরের কামড়ের শিকার রোগীদের কয়েকজনের সাথে কথা বলে জানাযায়, বাজারে ভ্যাকসিন এর সংকট থাকায় কুকুর কামড়ানোর পর চিকিৎসা নিতে তাদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে ।
রাইটস ফর কোস্টাল পিপল এর মহাসচিব উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজ বলেন, চরফ্যাশনে ব্যাপকহারে বেওয়ারিশ কুকুরের আনাগোনায় পর্যটক ও স্থানীয় লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই কুকুরগুলোর উপদ্রব আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের তড়িৎ পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাজারে ভ্যাকসিনের সংকট রয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর আশেপাশে কুকুরের উপদ্রব থেকে রোগী ও তাদের স্বজনদের রক্ষায় ব্যবস্থা নিতে পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তিনি জানান । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লোকমান হোসেন বলেন, মানুষের জীবন যাত্রাকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।