× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের চার দিন পর নাটোরের এক পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নিখোঁজের চার দিন পর নাটোরের এক পুকুর থেকে নিমাই পাহান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৪ জানুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আব্দুলপুর গ্রামের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিমাই পাহান একই গ্রামের মৃত রঘু পাহাড়ের ছেলে।


নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ৪ দিন আগে আব্দুলপুর গ্রামের মৃত রঘু পাহাণের ছেলে নিমাই পাহান নিখোঁজ হন। আজ ১৪ জানুয়ারি বুধবার দুপুরে নাটোর সদরের আব্দুলপুর গ্রামের এক পুকুরে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে মরদেহের উদ্ধার করে তার একই এলাকার নিমাই পাহানের বলে পরিচয় সনাক্ত করে।  মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অধিকতর তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক হাসপাতাল মরগে প্রেরণ করা হয়। পুলিশ আরো জানায় অধিগতর তদন্তের পর এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.