× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিলাহাটিতে মামলার বাদী ও স্ত্রীর ওপর ফের হামলার অভিযোগ

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :

১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি মামলার বাদী মোহাম্মদ হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রীর ওপর ফের হামলার অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মজিবর রহমান ও লিপি বেগম দীর্ঘদিন ধরে হামিদুল ইসলামের পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। রাস্তা বন্ধ করে চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি প্রায়ই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে হামিদুল ইসলামের প্রাইমারি স্কুলপড়ুয়া ছেলেকে মারধর করে গুরুতর আহত করা হলে পরিবারটি থানায় অভিযোগ দায়ের করে। ওই ঘটনার পর  হামিদুল ইসলামের মেয়েকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তিনি দীর্ঘদিন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।হামিদুল ইসলামের ছেলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পান। অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়ে আসার পর তিনি আবারও বাদীপক্ষের ওপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন এবং রাস্তাঘাটে দেখামাত্র মারধরের জন্য তেড়ে যান।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে হামিদুল ইসলামের স্ত্রীকে একা পেয়ে মজিবর রহমান, লিপি বেগমসহ মামলার অন্যান্য আসামিরা তাঁর ওপর হামলা চালান। স্ত্রীর চিৎকার শুনে হামিদুল ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের বলেন- ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.