× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোণ দুর্গাপুরে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সারোয়ার পারভেজ বাবু নেত্রকোণা জেলা প্রতিনিধি:

১৪ জানুয়ারি ২০২৬, ১৫:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি পর্যালোচনা করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় দুর্গাপুরের সোমেশ্বরী হলে গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও প্রস্থান পথসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরোজা আফসানা, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) জনাব আল ইমরানুল আলম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটাররা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে উৎসবমুখর করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.