চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ্,র মাজারে পেছন থেকে উপজেলার কেডিকে ইউনিয়নের মেহেদী হাসান জাহিদ (২৫) কে মৃত অবস্থায় উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। নিহত যুবক জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র জাহিদ হাসান (২৬)।
আজ বুধবার দুপুর সোয়া বারোটার দিকে অজ্ঞাত এক যুবককে খালি গায়ে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয় এর আধাঘন্টা পরে পরিচয় সনাক্ত হয়।
এলাকাবাসী বলছে, এক নারীকে ঘিরে জাহিদের সাথে কয়েকজনের বিরোধ ছিল। গতকাল রাতে কে বা কারা তাকে পিটিয়ে ওখানে ফেলে যায়। শরীরে বেশ কিছু আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
জাহিদের পরিবারের দাবি প্রেম গঠিত কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জাহিদকে।
তার পরিবার জাহিদ হত্যার বিচারের দাবি জানায়।