সীতাকুণ্ড বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই হোটেল-এর স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম জসিম (৪৭) ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত খোরশেদ আলম জসিম মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার দুপুরে সীতাকুণ্ড থানার সামনে একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতরাত আনুমানিক রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আবারও আলোচনায় এসেছে সীতাকুণ্ডে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া দৌরাত্ম্য।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সীতাকুণ্ডে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই চলাচল করছে। অধিকাংশ চালকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রয়োজনীয় প্রশিক্ষণ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সচেতন মহলের মতে, দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে অবৈধ ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।