× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু

মো. আব্দুল্লাহ আল মামুন।

১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৩ পিএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৯ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। এরপর রাত ১২টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করে রাখেন। একই সঙ্গে হাসপাতালের ভেতরে সেনা সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

নিহত ডাবলুর ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, “গত শনিবার দিবাগত রাতে আমাদের চার ভাইকে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়েছে। এই মৃত্যুর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”

এ বিষয়ে ক্যামেরার সামনে সেনাবাহিনীর কোনো সদস্য কথা বলতে রাজি হননি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, শামসুজ্জামান ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে রাত আনুমানিক দুইটার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, “আমরা আইন হাতে তুলে নেব না।আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.