× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চার দিনব্যাপী রাবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

১৩ জানুয়ারি ২০২৬, ১৪:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চার দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবটি চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকাশনা উৎসব উপলক্ষ্যে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকারসহ বিভিন্ন ধরনের ইসলামী বই এবং পবিত্র কুরআন বিক্রি করা হচ্ছে। এছাড়া ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনাও স্টলে প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রকাশনা উৎসব দেখতে আসা ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব ইসলাম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইসলামী চিন্তা ও চেতনার বই রয়েছে। স্টলে বিভিন্ন উক্তি সম্বলিত স্টিকার ও পরিচিতিমূলক সামগ্রী আছে, যা আমাদের ভালো লেগেছে। এতদিন শিবির সম্পর্কে আমাদের ভুল ধারণা দেওয়া হয়েছিল। এখন এসে দেখছি, তারা ভালো কাজ করছে'।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাফায়েত হোসেন বলেন, ‘এখানে ধর্মীয় বইয়ের পাশাপাশি সাহিত্য এবং জুলাই বিপ্লব সম্পর্কিত বইও রয়েছে। সব মিলিয়ে দেখার ও জানার সুযোগ পাচ্ছি, যা ভালো লাগছে'।

উৎসবের সার্বিক বিষয় নিয়ে শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক আহমেদ মুন্সী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমাদের প্রকাশনা কার্যক্রম সংগঠনের একটি মৌলিক সেক্টর। এই স্টলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রকাশনাগুলোর সঙ্গে পরিচিত হতে পারছে এবং বুঝতে পারছে আমরা কী ধরনের বই ও প্রকাশনা চর্চা করি'।

জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগেই এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের নিয়মিত প্রকাশনার পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। বিক্রি ও প্রদর্শনী দুটিরই ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে ও বুঝতে পারবে'।

প্রসঙ্গত, চার দিনব্যাপী এ প্রকাশনা উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.