× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ের নির্মানাধীন বাঙ্গালী বসতি ভাংচুর ও ভূমি বে-দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ‎

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

১৩ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬ পিএম

খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বসত-বাড়ি তৈরির সময় রাতের আঁধারে হামলা চালিয়ে নির্মানাধীন ঘর গুটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে রামগড় সদর ইউনিয়নের খাগড়াবিল বাজারে রামগড় গুচ্ছ গ্রাম ভূমি রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।  

মানববন্ধনে অভিযোগ করা হয়, শনিবার (১০ জানুয়ারী) রাতের আধাঁরে রামগড়  ইউনিয়নের লালছড়ি এলাকার কামাল হোসেনের ছেলে মো: জাহিদুল ইসলামের মালিকানাধীন ভূমিতে নির্মাণাধীন বসতঘর ভেঙে গুটিয়ে দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা।

রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঙালিদের নিরাপত্তা সহ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জোর দাবি জানিয়ে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: গুচ্ছগ্রাম এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করতে হবে, গুচ্ছ গ্রামবাসীদের অবিলম্বে নিজ নিজ বসত-ভিটায় পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে, গুচ্ছগ্রাম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপন করতে হবে, বাদ পড়া গুচ্ছগ্রামবাসীদের তালিকা তৈরী করে রেশন সুবিধা নিশ্চিত করতে হবে, গুচ্ছ গ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং সরকারি-বেসরকারী চাকুরীতে অগ্রাধিকার দিতে হবে, গুচ্ছগ্রাম বাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও সেনিটেশনসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

এসময় বিক্ষোভ-সমাবেশে আরও বক্তব্য রাখেন, গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ, সদস্য আবুল কালাম, আলী হোসেন ও মোঃ মোস্তফা সহ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.