চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। পৃথক দুইটি অভিযানে একটি বালু পরিবহনের ট্রাক জব্দ এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ভারী এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিলাইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সুস্পষ্ট আলামত পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একটি বালু পরিবহনের ট্রাক ফেলে যায়। পরে ট্রাকটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়।
এর আগে রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পাওয়া পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি বড় এস্কেভেটর জব্দ করা হয় এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় সেটিকে কার্যত ব্যবহার অযোগ্য করে রাখা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, “পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ পাহাড় কাটা, বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।