× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দুয়ায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২হিন্দুকর্মী ও ৪ জন জামায়াত কর্মী

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোণা জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলে আওয়ামী লীগের ২জন হিন্দুকর্মী এবং ৪ জন জামায়াত কর্মী বিএনপিতে যোগদান করেন।

শনিবার (১০ জানুয়ারী) বিকেলে স্থানীয় কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

দোয়া মাহফিলের শুরুতেই আওয়ামী লীগের ২জন হিন্দুকর্মী এবং ৪ জন জামায়াত কর্মী বিএনপিতে যোগদান করেন। প্রধান অতিথি নবাগতদের ফুলের মালা পড়িয়ে বিএনপিতে বরণ করে নেন। বিএনপিতে যোগদানকারীরা হলেন- শ্যামল কর্মকার, রতন সরকার, জামায়াত কর্মী হাফিজ উদ্দিন, রফিকুল ইসলাম, জসীম উদ্দিন ও ফরিদ মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির। বিএনপি নেতা আব্দুর রহিম মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির নেতা ইমরান তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলু, বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান খান কায়সার এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদানকারীরা বলেন- কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন। 

তারা আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর রাজনৈতিক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.