পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (৩০) নামের ছাত্রদলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি)রাত ৮ টার দিকে উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার জৈনক মো. আ. রউফ এর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত অনিক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে। নিহত ফসিউল আলম অনিক ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্রদলের ওয়ার্ড সহসভাপতি ছিলেন।
নিহতের চাচা শাহিনুর রহমান মাস্টার জানান, বেশ কিছুদিন ধরে অনিক একাই ভাড়া বাসায় থাকতো। সে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তানভির হাসান সুমনের সঙ্গে বিএনপির ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতি করে আসছিল। হঠাৎ করে আজ সন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে ভাড়া বাসার ঘরের আড়ার ঝুলে থাকার খবর পেয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে অনিকের মৃত্যু রহস্যজনক বলেও দাবী করেন চাচা শাহীন মাস্টার। প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের সময় দেখা যায় অনিকের ডান পা খাটের ওপর রাখা এবং বাম পা মেঝেতে স্পর্শ করা অবস্থায় ছিল। এছাড়া কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং মরদেহের অবস্থান নিয়ে ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলামত দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। অনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারন জানা যাবে।