সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোন আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এ বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় শীতার্ত ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বে প্রায় ৩৫০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ হোসেন, পিএসসি-জি, মেজর গাফ্ফারুজ্জামান, পিএসজিসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন।
এ বিষয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক রয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
উল্লেখ্য, এ মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।