গত দুই সপ্তাহের বেশি সময় ধরে শেরপুরের ঝিনাইগাতীতে কুয়াশাচ্ছন্ন হিমেল হাওয়ার সকালে হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন থমকে গেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গারো পাহাড়ের অসহায়, দরিদ্র, দিনমজুর ও পথে-ঘাটে আশ্রয় নেওয়া ভবঘুরে মানুষজন। এই বাস্তবতায় মানবিকতার উষ্ণ আলো ছড়িয়ে দিতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর সদস্যরা। গত বুধবার দিবাগত রাত ১১টা পর্যন্ত ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ী অঞ্চলের রাংটিয়া, নওকুচি, গজনী এলাকা ও সদর বাজারের বিভিন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষের হাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন এ সংগঠনের সদস্যরা।
আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় এ কম্বল বিতরণ করেন তারা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আদিবাসী নেতা রয়েল কোচ, সংগঠনটির সহসভাপতি মো. সোহলে রানা, সাংবাদিক মো. সাদ্দাম হোসাইন, সদস্য মেজবাহ, তৌহিদ, লিখন, মুজাহিদ, মিলন, জুয়েলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, এই উদ্যোগ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং বন্ধুত্ব, ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। যারা খুব অর্থকষ্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন। সুবিধা বঞ্চিতদেও জন্যে আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’