× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোতাহার হোসেন, ​মিঠাপুকুর (রংপুর)

০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রংপুরের মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোসাদ্দেক হোসেন মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি কুচক্রী মহল মোসাদ্দেক হোসেন মিন্টুর রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে 'মাদক কারবারি' হিসেবে সাজিয়ে পোস্ট দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীবৃন্দ বলেন, "একটি স্বার্থান্বেষী মহল মিন্টুর রাজনৈতিক কেরিয়ারে ঈর্ষান্বিত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পর্দার আড়াল থেকে এই ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

​তারা আরও সতর্ক করে বলেন, অবিলম্বে এসব কুরুচিপূর্ণ পোস্ট সরিয়ে নেওয়া না হলে এবং অপপ্রচার বন্ধ না হলে আগামীতে রাজপথে কঠোর কর্মসূচি পালন সহ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। ​সংবাদ সম্মেলনে মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.