নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসা ও আন নুন কমপ্লেক্স মারকাযুল এতিমখানায় ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও শীত মৌসুমে অসহায় দুস্তদের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। প্রয়াত লক্ষ্মীপাশা সংগীত একাডেমির সভাপতি মো. মিলু ঠাকুরের ছেলে, প্রবাসী রায়হান ঠাকুরের আর্থিক সহযোগিতায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, আনিসুর রহমান, সংবাদিক রুপক মুখার্জি সহ প্রমুখ। বক্তারা বলেন, শীতের এই কনকনে সময়ে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। প্রবাসী রায়হান ঠাকুরের এই মানবিক সহায়তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।