ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন গভীর রাতে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) মধ্য রাতে উপজেলা সদর, বটতলা বাজার, পশ্চিম আউরা, দক্ষিণ আউরা ও চেঁচরীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এবং বিভিন্ন হাট বাজারের পাহারাদার ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় ইউএনও মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, তীব্র শীতে যেন কেউ কষ্ট না পায়, এ চিন্তা থেকে রাতে মানুষের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা অব্যাহত থাকলে কম্বল বিতরণও কার্যক্রম চলমান থাকবে।