বান্দরবানের রুমায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে অসহায়, শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা এবং জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করেন বিজিবি কর্মকর্তারা। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার (অধিনায়ক)।
হাসান শাহরিয়ার বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও শীতপ্রবণ এলাকায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিজিবি সব সময় মানবিক ভূমিকা পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী সাধারণ মানুষ। চান্দাপাড়ার, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া বাসিন্দা উপকারভোগী গ্রামবাসীরা বলেন, এই শীতে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। বিজিবির কাছ থেকে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। ঈশ্বর তাদের ভালো রাখুক।
উপকারভোগী হাতিমাথা পাড়ার বাসিন্দার চিংসাঅং মারমা জানান, কম্বল পেয়ে আমরা খুব খুশি। রুমার (৯ বিজিবি) এই অসাধারণ ভূমিকায় আমরা উপকৃত হয়েছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এতিমখানার একজন শিক্ষক জানান, শীতের সময় এতিম শিশুদের জন্য এমন সহায়তা খুবই প্রয়োজন। বিজিবির এই উদ্যোগ প্রশংসার দাবিদার। এর আগেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা, ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
চিকিৎসা সেবাসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি। স্থানীয়রা মনে করছেন, বিজিবির এসব মানবিক উদ্যোগ পাহাড়ি অঞ্চলে জনসাধারণের মাঝে আস্থা ও সৌহার্দ্য আরও দৃঢ় করছে। এমন উদ্যোগ অব্যাহত রাখতেও অনুরাধ করেন স্থানীয়রা।