× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়া০৫, নবীনগরে গাছে গাছে থাকা নৌকার মাঝি এখন মাছ ধরার জেলে।

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

০৫ জানুয়ারি ২০২৬, ১৮:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী গণফ্রন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার ০৫, নবীনগর সংসদীয় আসনের এমপি প্রার্থী হয়েছেন। বৈধ্য ১০ প্রার্থীর মধ্যে তিনি ১ জন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন। 

নির্বাচনে গণফ্রন্ট থেকে প্রার্থীতার বৈধ্যতা পাওয়ার পর নাম জটিলতা নিয়ে তদন্ত শুরু হলে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’র সামাজিক যোগাযোগ আইডির ফেসবুক পোস্টের পর তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বেরিয়ে আসে তার আসল পরিচয়। তার বাড়ি উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম। 

তিনি তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন (লিখেন),-‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার নমিনেশনখানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তাআলার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি। ’

ব্যারিস্টার নজরুল ইসলাম নবী উপজেলার একাধিক স্থানে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফেস্টুন-ব্যানার টানিয়ে আলোচনায় এসেছিলেন। সে থেকে তাকে সবাই “গাছ নজরুল” নামে চিনতো। তিনি ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থীও ছিলেন। তার ফেসবুক পোস্টে একাধিক কমেন্টে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে তার সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.