রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া বাজারে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গণভোট ও নাগরিকের ভোটাধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ ( ৪জানুয়ারী) রাজস্থলী উপজেলা এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
লিফলেট বিতরণকালে নির্বাচন অফিসের প্রতিনিধিরা জানান, গণভোট ও ভোটাধিকার একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে। নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব হলো নিজের ভোটাধিকার সম্পর্কে সচেতন থাকা এবং সঠিক সময়ে তা প্রয়োগ করা। লিফলেটে ভোটার হওয়ার নিয়ম, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণভোটের ধারণা ও এর মাধ্যমে জনগণের মতামত প্রকাশের বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়।
বাঙ্গালহালীয়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা লিফলেট গ্রহণ করে আগ্রহের সঙ্গে বিষয়গুলো সম্পর্কে জানেন। অনেকেই এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নাগরিকদের মাঝে গণতান্ত্রিক চেতনা জাগ্রত হবে এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।