× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে ডাকাত দলের হামলা, ২ প্রহরী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৫ জানুয়ারি ২০২৬, ১৭:১৭ পিএম

ছবি : সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাত দলের হামলায় দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহতদের একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপরজনের মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

রোববার (৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় অবস্থিত কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনার পর জাহাজের ইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন- খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ। তারা দুজনই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের জন্য কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে আনা হয়। রাতের বেলায় ডাকাত দলের সদস্যরা জাহাজে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় জাহাজের দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন এবং পরে মারা যান।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, স্ক্র্যাপ জাহাজে ডাকাতির ঘটনায় দুইজন নিরাপত্তা গার্ড নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রাতের বেলায় একটি সংঘবদ্ধ ডাকাত দল জাহাজে ওঠে। নিরাপত্তা প্রহরীরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়।

ঘটনার পর ইয়ার্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.