বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামানায় চাঁদপুরের ফরিদগঞ্জে খতমে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) উপজলোর রূপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া পূর্ব স্মৃতিচারণ সভায় রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাছান চৌধুরী সভাপতিত্ব করেন।
সদস্য সচিব মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজলো জামায়াত ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু প্রমুখ।
আলোচনা শেষে সন্তোষপুর দরবার শরীফের পীর হযরত মাও. আব্দুল করীম বিন মুহাম্মদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এ সময় বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং ছোট বড়ো ভুলত্রুটি ক্ষমা চেয়ে জান্নাতুল ফেরদাউস কামনা করেন সকলে।