কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দাবাজারে গরুর মাংস বিক্রিতে ওজন ও দামে কারচুপির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেন। অভিযানে দেখা যায়, গরুর প্রকৃত ওজনের সঙ্গে বিক্রিত মাংসের ওজনের গরমিল রয়েছে এবং নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে একজন শ্রমিকের কাছে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী মো. আব্দু শুক্কুর নামের ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিত ও আকস্মিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বাজার তদারকি জোরদার হলে ভোক্তা হয়রানি কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।