লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদ্রাসার মাঠে মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার নাইট গার্ড আতিকুল ইসলাম। ঘটনাটি ঘটে শনিবার (৩ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার মাঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার মাঠে দুই কিশোর বন্ধু মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় নাইট গার্ড আতিকুল ইসলাম তাদের গালিগালাজ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতিকুল ইসলাম উত্তেজিত হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মারুফকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।
আহত মারুফকে তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহত মারুফের বাবা নাইট গার্ড আতিকুল ইসলামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মো. আমানউল্ল্যা বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।