× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

০৪ জানুয়ারি ২০২৬, ২০:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কক্সবাজার উখিয়া-টেকনাফ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে যেতে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী নিজেই বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, ডাকযোগে তার ঠিকানায় একটি হুমকিমূলক চিঠি ও একটি কাফনের কাপড় পাঠিয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখলে তাকে শরীফ ওসমান হাদীর মতো পরিণতির মুখোমুখি হতে হবে।

চিঠিতে লেখা রয়েছে—

“জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট বিশেষ অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের ‘কিলিং স্কোয়াড’-এর নজরদারিতে আছেন। আপনার জন্য উপহার হিসেবে একটি কাফনের কাপড় পাঠানো হলো।”

চিঠিটির তারিখ দেওয়া আছে ২৩ ডিসেম্বর ২০২৫। প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে—মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর, ‘ব্যাটালিয়ন-৭১’, কক্সবাজার।

ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী বলেন, এ ধরনের হুমকি শুধু একজন প্রার্থীকে নয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ভয় দেখানোর শামিল। তিনি বলেন, “আমি একজন গণতান্ত্রিক প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 

তিনি আরো বলেন, দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বাকিটা আল্লাহ সহায়। উড়ো চিঠির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে এভাবে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.