দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর রংপুরের বদরগঞ্জে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি কুঠিপাড়া গ্রামে জোরপূর্বক বাড়িতে ঢোকার রাস্তা জিআই তারের সেই বেড়া খুলে দিলেন পুলিশ প্রশাসন।
এর আগে গত (২৫ ডিসেম্বর) সকালে বাঁশ ও জিআই তারের বেড়া দিয়ে বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী গোলজার হোসেন (ওরফে) চেকু বাবু। শনিবার ৩ ডিসেম্বর দুপুরে বদরগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরুদ্ধ সেই পরিবারের বাড়িতে ঢোকা রাস্তা খুলে দেওয়া হয়।
ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশে বসবাসকারী চেকু বাবু ও তার লোকজন নিয়ে এসে আমার বাড়ির থেকে বের হওয়ার রাস্তাটি জিআই তার পাশ দিয়ে বন্ধ করে রেখেছিল। গত ১ জানুয়ারি আপনারা সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ প্রকাশ করার কারণে আজকে আমার বাড়িতে ঢোকার রাস্তাটি খুলে দেওয়া হলো। ধন্যবাদ জানাই সংবাদ কর্মীদের ও বদরগঞ্জ থানা পুলিশকে।
বদরগঞ্জ থানার এএসআই জুয়েল ইসলাম জানান, সংবাদ সারাবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা ঘটনাস্থলে গিয়ে বাড়িতে ঢোকার যাতায়াতের রাস্তাটি খুলে দিয়েছি। এ বিষয় বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের বাড়িতে যাওয়া আসার রাস্তা খুলে দেওয়া হয়েছে।