চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৫) উপজেলার খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পাসে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ মোশারফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড, এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, গুপ্টি পশ্চিম ইউনিয়নের পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাছান গাজী, মেডিকেল ক্যাম্পের আর্থিক সহযোগি তরুন উদ্যোক্তা এবং সিইও উঅজঊ মাহাতাব উদ্দিন পাটোয়ারী। দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।