× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রীয় শোক দিবসে মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উত্তোলন হয়নি জাতীয় পতাকা

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাষ্ট্রীয় শোক দিবস পালনের নির্দেশনা থাকলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার প্রায় সব সরকারি ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও আনসার ও ভিডিপি কার্যালয়ে পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত কার্যালয় চত্বরে কোনো জাতীয় পতাকা দেখা যায়নি। 

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উত্তম কুমার বলেন, "আমাদের উপজেলা কার্যালয়ে পতাকা স্ট্যান্ড নেই। যে কারনেই পতাকা টানানো হয়নি, আমি এ উপজেলায় নতুন আসছি গুছিয়ে নিতে একটু সময় লাগবে। উপজেলা নির্বাহী  কর্মকর্তা সুমন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.