× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুণ্ড বিএনপির খতমে কোরআন ও দোয়া মাহফিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আছর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ-এর নিজ বাসভবনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবরশাহ–পাহাড়তলী আংশিক) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ।

খতমে কোরআন শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার এবং দেশবাসীকে এ শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.