গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি'র উদ্যোগে পৌর সুপার মার্কেট, পাচুড়িয়া কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধান মন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম সহ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডাঃ কে এম বাবর। গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপির আহবায়ক শেখ হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লেপটন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল্লা ও সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন দলের সকল নেতা কর্মীদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকার আহ্বান জানান। এ সময় দলের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে তাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক পালন করতে দেখা যায়।