× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানালেন এনসিপি নেতা আবু সাইদ লিয়ন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মুন্তাকিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চল তত্ত্বাবধায়ক আবু সাইদ লিয়ন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সমর্থনের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে আবু সাইদ লিয়ন লিখেছেন, সম্প্রতি জামায়াতে ইসলামসহ ৮টি রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটি নির্বাচনি সমঝোতা জোট গঠিত হয়েছে। সেই জোটের সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে হাফেজ মুন্তাকিম মনোনীত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত মেনে তিনি জোটের প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে যেখানে এনসিপি তাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল, সেখানেও জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী সালাফি ভাইয়ের প্রতি দলীয় সমর্থন অব্যাহত থাকবে। পোস্টে আবু সাইদ লিয়ন বলেন, “আমি বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনগণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই জোটকে বিজয়ী করবে।”

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তিতে না জড়িয়ে সংগঠিতভাবে জোটের প্রার্থীদের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করতে হবে। এছাড়া দিনাজপুর অঞ্চলের চারটি জেলায় জোটকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, “আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.