× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র দাখিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ ২৯ ডিসেম্বর (সোমবার) ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র দাখিল এর সময় ফরিদপুর- ৪ আসনের বিএনপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এর উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া ও ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেল বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সচিব কিবরিয়া স্বপন এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা সহ বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের পর নেতারা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শহিদুল ইসলাম খান বাবুল এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা আশা প্রকাশ করেন, এলাকার সর্বস্তরের জনগণের সমর্থনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

মনোনয়ন ফরম জমা দেওয়াকে ঘিরে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.