জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শফিকুল আলম বাবুর নিজ অর্থায়নে ২ শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কুসুম্বা শাখার ব্যবস্থাপক নুর মোহাম্মদ, কুসুম্বা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম, ইউপি সদস্য শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিমা আকতার প্রমুখ।
এসময় ইউপি সদস্য শফিকুল আলম বাবু বলেন, অত্র ওয়ার্ডের সাধারণ জনগণ আমাকে দীর্ঘদিন থেকে ইউপি সদস্য হিসাবে নির্বাচিত করে আসছেন। আমি তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অত্র ওয়ার্ডের গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণের অংশ এবারও ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করি।