× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে পাঁচটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ

মানিকগঞ্জ প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলার পাঁচটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার চারটি এবং সাটুরিয়া উপজেলার একটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার মেসার্স ফৌজিয়া ব্রিকস এবং সদর উপজেলার ভগবানপুর, নওগাঁও বাজার এলাকার মেসার্স হাজী ব্রিকস–এর চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া সদর উপজেলার নওগাঁও বাজার এলাকায় অবস্থিত মেসার্স নূর ব্রিকস, মেসার্স আহাদ ব্রিকস-২ এবং আটিগ্রাম এলাকার মেসার্স হিরো এন্টারপ্রাইজ–এর বিরুদ্ধে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পরিচালক মো. মোজাফ্ফর খান, যিনি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৪ এবং মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.