× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শৈত্যপ্রবাহের দাপটে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ভোগ; দিনব্যাপী কুয়াশা, বাড়ছে রোগীর সংখ্যা

আবুল হাসনাত অপু, ব্রাহ্মণবাড়িয়া

২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চলমান শৈত্যপ্রবাহের দাপটে ১ সপ্তাহ যাবত মধ্যরাত হতে দিনব্যাপী কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দুইদিন দুপুর হতে হালকা তাপের রোদের দেখা মিললেও ২৮ ডিসেম্বর রোববার জেলার কোথাও সূর্যের দেখা মিলেনি। পাঁচদিন বায়ুমন্ডলের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ হতে ১৪ ডিগ্রী সেলসিয়াস থাকলেও রোববার ভোরে ১৩ ডিগ্রী সেলসিয়াস ছিলো। যা সন্ধ্যায় ১৯ ডিগ্রী সেলসিয়াসে বিরাজমান ছিলো। এর সাথে দিবারাত তীব্রগতির ঠান্ডা হাওয়া প্রবাহমান রয়েছে। যার কারণে কুয়াশাচ্ছন্ন পরিবেশে সড়ক-মহাসড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে দেশের উত্তরাঞ্চলসহ নরসিংদী জেলা হতে রওয়ানা দানকারী সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পৌঁছাতে নির্ধারিত সময় হতে বেশ কয়েক ঘন্টা বিলম্ব হচ্ছে। শৈত্যপ্রবাহের দাপটের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রাম-শহর সর্বত্র দিনমজুর এবং দরিদ্র জনসাধারণ ও অবোধ প্রাণীকুলের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে উপনীত হয়েছে। অপরদিকে, ফুটপাত এবং হকার্স মার্কেটগুলোতে কমদামে শিশু হতে সকল বয়সী মানুষের শীতবস্ত্র কিনতে নারী-পুরুষদের প্রচন্ড ভীর জমছে দিবারাত। এদিকে, শীতজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর আধুনিক জেনারেল হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু এবং সকল বয়সী নারী-পুরুষদের ভর্তির সংখ্যা বাড়ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.