রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় দুইটি মিষ্টান্ন ও চা–দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙ্গামাটি পার্বত্য জেলার দ্বিতীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাঙ্গালহালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দই, রসমালাই ও বিভিন্ন মিষ্টিজাত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় মাতৃভান্ডার মিষ্টি বিতানকে ৪ হাজার টাকা এবং আপ্যায়ন মিষ্টি ভান্ডার এন্ড কুলিং কর্নারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ। অভিযানে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে রানা দেব নাথ আরও বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং বাজারে পণ্যের মান ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি বাজার পরিচালনা কমিটিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে ভোক্তারা সঠিক দামে, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যসহ প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।