× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬০ বর্ষাবাসের গৌরবময় ভিক্ষুজীবন শেষে মহাপরিনির্বাণে রাইখালীর পরম পুজনীয় নাইন্দাওয়ান্সা মহাথেরো

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।

২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপসংঘনায়ক, পরম পুজনীয় ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো (৮০) আর নেই। দীর্ঘ ৬০ বর্ষাবাসে পূর্ণ এক গৌরবময় ভিক্ষুজীবন শেষে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের গতএকটি বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী (মিশুক) তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করে জানান, ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো তাঁর দীর্ঘ সাধনা ও ত্যাগময় ভিক্ষু জীবনে ৬০টি বর্ষাবাস সম্পন্ন করেন। তিনি ছিলেন রাইখালীসহ পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আধ্যাত্মিক পথপ্রদর্শক ও ধর্মীয় অভিভাবক।

এদিকে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, মহাথেরোর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো রাইখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম থেকে নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারে আনা হচ্ছে।

বিহার পরিচালনা কমিটি ও ভিক্ষু সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় কৃত্য সম্পাদনের বিষয়ে ভিক্ষু সংঘ এবং দায়ক-দায়িকাদের সমন্বয়ে সভা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরম পুজনীয় এই মহাথেরোর প্রয়াণে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত ভক্ত-অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাঁর ত্যাগ, সাধনা ও ধর্মীয় আদর্শ রাইখালীর মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উচ্চপ্রু মারমা 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.