স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ এবং মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকা হিসেবে দায়িত্ব পালনরত UNFPA পরিচালিত মিডওয়াইফারি লেড কেয়ার (MLC) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফদের নেতৃত্বে পরিচালিত সেবার মান, প্রসূতি পরিচর্যার কার্যক্রম, অবকাঠামোগত প্রস্তুতি, প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার গুণগত মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, “মিডওয়াইফারি লেড কেয়ার কার্যক্রম মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।”
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্সিং সুপারিনটেনডেন্ট, দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় পরিচালিত মিডওয়াইফারি লেড কেয়ার কার্যক্রমের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলায় নিরাপদ মাতৃত্ব ও মানসম্মত প্রসূতি সেবা নিশ্চিতকরণে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।