নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিসচা'র আয়োজনে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও জনহিতকর মানবিক ব্যাপক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় জামেয়া ইসলামীয়া দক্ষিণভাগ দারুল হাদিস মহিলা টাইটেল মাদরাসায় এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক আব্দুল মোমেন, নিসচা'র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, কার্যকরী সদস্য এমরান আহমদ, এমাদ উদ্দিন ও জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মানবতার কল্যাণে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের অনন্য অবদান স্মরণ করে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উপলক্ষ। তাঁর আদর্শ অনুসরণ করেই নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও ব্যাপক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
দোয়া মাহফিলে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, নিসচা'র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে- এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে শীত উপহার প্রদান, স্বেচ্ছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।