× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নানিয়ারচর সেনা জোন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট।

২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার (১৭ ই বেংগল) এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের আওতাধীন নানিয়ারচর উপজেলায় অবস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বিভিন্ন গীর্জায় মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের (গীর্জা) নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ জনগণকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণের পাশে থাকা এবং পারস্পারিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়াও, মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান পেয়ে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের মানবিক উদ্যোগের জন্য নানিয়ারচর জোন জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ কর্মসূচির মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.